parbattanews

মাটিরাঙ্গায় বিজয় দিবস ব্যাডমিন্টনে পুলিশ’কে হারিয়ে ‘বিজিবি’ চ্যাম্পিয়ন

2641

সিনিয়র রিপোর্টার:

মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌর অর্জন করেছে বিজিবি। টানটান উত্তেজনার মধ্যদিয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ২-০ তে জয় পায় বিজিবি‘র পলাশপুর জোন একাদশ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিএম মশিউর রহমান‘র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জিল্লুর রহমান পিএসসি-জি প্রমুখ।

বুধবার সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের ব্যাডমিন্টন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় সরকারি কর্মকর্তা পর্যায়ে মাটিরাঙ্গা থানা একাদশকে ২-০ তে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পলাশপুর বিজিবি জোন একাদশ। পলাশপুর জোন একাদশের পক্ষে পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল মো: আতিকুল হক চৌধুরী, পিএসসি ও বিজিবি‘র গুইমারা সেক্টরের জিএসও-২ মেজর রেজাউল হান্নান শাহীন এবং মাটিরাঙ্গা থানা একাদশের পক্ষে এসআই সুরেজিত বড়ুয়া ও মো. মনোয়ারুল ইসলাম খেলায় অংশগ্রহণ করেন।

অন্যদিকে টুর্নামেন্টের উন্মুক্ত প্রতিযোগিদের খেলায় জাহিদ ও রাকিবকে ২-০ -তে হারিয়ে রাজু ও রিপন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বিজয়ী খেলোয়ার ও দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পলাশপুর জোনের উপ-অধিনায়ক মেজর মো. এনামুল হক, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম কাউছার, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভুমি) ইমরুল কায়েস, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া এবং মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মহান বিজয় দিবস উপলক্ষে গেল বছরের শেষ দিনে মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিএম মশিউর রহমান।

Exit mobile version