parbattanews

মাটিরাঙ্গায় বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত

খাগড়াছড়ির মাটিরাঙ্গার ব‌নে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গা রেঞ্জ অফিস সংলগ্ন বনে বানর‌টি অবমুক্ত করা হয়।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বিষয়‌টির সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

এর আ‌গে রেঞ্জের আওতা‌ধীন উপ‌জেলার বেলছড়ি পাঞ্জাবি টিলা হতে বিরল প্রজা‌দির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।

জানা যায়, খেদাছড়ার পাঞ্জাবী টিলা এলাকায় জনৈক নারী লাকড়ি সংগ্রহ করতে গিয়ে লজ্জাবতী বানরটি দেখতে পায়। প‌রে খবর দি‌লে মাটিরাঙ্গা উপজেলার বন বিভাগের কর্মকর্তারা এসে বানরটি ধরে নিয়ে গিয়ে অবমুক্ত করেন।

এসময় রেঞ্জ কর্মকর্তা, মো. আতাউর রহমান লস্কর, মাটিরাঙ্গা রেঞ্জ তৌহিদুর রহমান, ফরেস্টার, মো. আক্কাচ আলীসহ অ‌নে‌কেই উপ‌স্থিত ছি‌লেন।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, অপ‌রিক‌িল্পিতভা‌বে বনজঙ্গল ও গাছপালা উজাড় হওয়ায় খাদ্যের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসে স্থানীয়দের হাতে লজ্জাবতী ধরা পড়ে প্রাণ হারাচ্ছে। এসব বন্যপ্রাণীকে রক্ষা করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করতে হবে।

Exit mobile version