parbattanews

মাটিরাঙ্গায় ভোটগ্রহণ সম্পন্ন : ভোট গণনা চলছে

41

মুজিবুর রহমান ভুইয়া :

ভোটারদের কম উপস্থিতির মধ্য দিয়ে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ৩৫টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের কম উপস্থিতি লক্ষ্য করা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে দাবী করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ মাহে আলম। নির্বাচনকে ঘিরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোট কেন্দ্র গুলোর বাইরে প্রার্থীদের কর্মী সমর্থকদের ভীড় লক্ষ্য করা গেছে। সকলের অপেক্ষা ফলাফলের জন্য। প্রার্থীসহ কর্মী-সমর্থকদের উদ্বেগ-উৎকন্ঠার মধ্য দিয়ে এগিয়ে চলছে ভোট গনণা। বর্তমান চেয়ারম্যান কি দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হবেন নাকি উপজেলার দায়িত্ব যাচ্ছে বিএনপির ঘরে ? মাটিরাঙ্গা নতুন অভিভাবক কে হচ্ছেন ? উপজেলার সর্বোচ্চ পদ ‘চেয়ারম্যান’ হিসেবে কে অভিসিক্ত হবেন ? কে হাসবে বিজয়ের হাসি এমন আলোচনা চলছে উপজেলা জুড়ে।

পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী মো: আবুল কাশেম ভুইয়া ভীতিতে ভুগছে দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামীলীগ শিবিরে। সকলের দৃষ্টি আটকে আছে ফলাফলের দিকেই।

Exit mobile version