parbattanews

মাটিরাঙ্গায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির দায়ে এক দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খাইরুল আলম ও মেডিকেল অফিসার ডা. এস এম নাহিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অভিযোগে ইসলামিয়া মেডিকেল হল নামক একটি ঔষধ বিক্রেতা প্রতিষ্ঠানকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভবিষ্যতে মেয়াদউর্ত্তীর্ণ ঔষধ রাখলে ভোক্তা অধিকার আইনে সর্বোচ্চ জরিমানাসহ জেল বা উভয় দন্ডে দন্ডিত হবে বলেও সতর্ক করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীসণ কান্তি দাশ।

Exit mobile version