parbattanews

মাটিরাঙ্গায় মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজন

মাটিরাঙ্গা প্রতিনিধি:

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এমন গানে স্বর্ণালী সুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিতে রবিবার (১৪ এপ্রিল) সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা বয়সী লোকজন ভিড় করতে থাকে উপজেলা পরিষদ মাঠে।

উপজেলা পরিষদ মাঠে সকালে দিনবাপী বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

বর্ষবরণ উৎসবের উদ্বোধনকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার মীল মো. মোহতাছিম বিল্লাহ, যুব উন্নয়ন অফিসার শেখ মো. আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক ও শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীরা অংশগ্রহণ করে।

পরে দেশীয় সংস্কৃতিকে আকড়ে ধরে এ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে মাটিরাঙ্গার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হয়ে উপজেলা পরিষ মাঠে গিয়ে শেষ হয়। এসময় শোভাযাত্রায় গরুর গাড়ি, নববধূ আর বরকে পালকিতে করে নিয়ে যাওয়ার দৃশ্যসহ ভিন্ন ভিন্ন আমেজ তৈরি করা হয়।

পরপরই উপজেলা পরিষদ মাঠে চাকমাদের ঘিলা খেলা, মারমাদের জলকেলী বা ওয়াটার ফেস্টিবল, ত্রিপুরাদের গড়িয়া নৃত্যের পাশাপাশি চাঁটগাইয়া বলি খেলা অনুষ্ঠিত হয়।

একই সময় চলতে থাকে সেলফিতে বর্ষবরণ।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা জলপাহাড় অডিটোরিয়ামে বাঙ্গালিদের চিরায়ত ঐতিহ্যের প্রতীক পান্তা ভোজনের আয়োজন করে উপজেলা প্রশাসন।

Exit mobile version