parbattanews

মাটিরাঙ্গায় মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

08.05.2016_Matiranga MAA Dibas News p,.

সিনিয়র রিপোর্টার :

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গোমতি ইউনিয়ন পরিষদ ভবন হলরুমে মা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টার সময় অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ূয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, মা কথাটি ছোট্ট হলেও মা শব্দটির বিশলতা অনেক। প্রতিটি ধর্মেই মায়ের স্থান অনেক উর্ধ্বে। আমাদের সকলের উচিৎ মায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে তার যত্ন নেয়া। মা আমাদের জন্ম দিয়ে মানুষের মতো মানুষ করেছেন বলেই আমরা স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছি বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোমতি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন। এ সময় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য মো. রেহান উদ্দিন রেনু, জয়নাল আবেদীন ও খাদিজা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। একজন মা তার মেধা ও শ্রম দিয়ে একটি সন্তানকে জন্ম দেয়া থেকে শুরু করে তাকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অনেক কাজেই করে থাকেন।

প্রসঙ্গত, মাটিরাঙ্গায় প্রথমবারের মতো উপজেলা সদরের বাইরে মফস্বলে অনুষ্ঠিত মা দিবসের ব্যতিক্রমী আয়োজনে স্থানীয় কয়েক‘শ মায়েরা উপস্থিত ছিলেন।

Exit mobile version