parbattanews

মাটিরাঙ্গায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত রাজু মারা গেছে

Untitled-1 copy
নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরতর আহত মো. রাজু মারা গেছে। গুরতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে সে মারা যায়। মাটিরাঙ্গা মোটর সাইকেল ও অটোরিক্সা মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মোটর সাইকেল দুর্ঘটনায় আহত মো. রাজু মাটিরাঙ্গার খেদাছড়া এলাকার মো. শাহ আলমের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মাটিরাঙ্গার সাপমারা পুলিশ বক্সের অদুরে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকামেট্রো-ট-১৮-২৭৭৪) সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ তিনজন ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক সুনীল চন্দ্র সুত্রধরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক মো. জাফর আহাম্মদ ও মোটরসাইকেল আরোহী মো. ফরহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে রাত পৌনে এগারটার দিকে রাজুর মরদেহ তার বাড়িতে আনা হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহতের মায়ের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে উঠে।

Exit mobile version