parbattanews

মাটিরাঙ্গায় যক্ষা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত

21.01.2014_Jakkha Advocasy Pic
 
উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা :

যক্ষা রোগী সনাক্তকরণ ও যক্ষা রোগ নিয়ন্ত্রনে শিক্ষক সমাজের করণীয় শীর্ষক এডভোকেসী সভা আজ সকালের দিকে মাটিরাঙ্গায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি‘র (নাটাব) আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স সেন্টার হলরুমে অনুষ্ঠিত এডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ মাহে আলম।

পানছড়ি উপজেলার প্রথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত এডভোকেসী সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি‘র (নাটাব) প্রকল্প পরিচালক সাগুফতা ইয়াসমিন।

অনুষ্ঠানে রিসোর্স র্পাসন হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সব্যসাচী নাথ রুবেল, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: খোরশেদ আলম চৌধুরী, নাটাব‘র খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও পার্বত্য নিউজ‘র সিনিয়র স্টাফ রিপোর্টার মুজিবুর রহমান ভুইয়া।

এডভোকেসী সভায় অন্যান্যের মধ্যে নাটাব‘র সোসাল মবিলাইজার সুধাংশু বিশ্বাস, মাটিরাঙ্গা মিউনিসিপাল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম ও মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আবদুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।

Exit mobile version