parbattanews

মাটিরাঙ্গায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

মাটিরাঙ্গা প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ দুই দিনব্যাপী এ মেলার বাস্তবায়ন করে।

পরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে এবং মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীল মো. মোহতাছিম বিল্লাহ এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন পিএিম, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম।

মেলার প্রথম দিনে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আহসান হাবীব এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. উম্মে শারমীন আখতার।

দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পদস্থ বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ১২টি স্টল নিয়ে শুরু হওয়া এ মেলা চলবে শুক্রবার পর্যন্ত।

Exit mobile version