parbattanews

মাটিরাঙ্গায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ালো সেনাবাহিনী

পার্বত্য অঞ্চলে হাড় কাপানো হিমেল হাওয়া ও তীব্র শীত হতদরিদ্র মানুষদের যখন অসহায় করে তুলেছে তখন এসব শীতার্ত মানুষদের শীতের কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী বরাবরই পাহাড়ের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা সেনা জোনের পক্ষ থেকে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় মাটিরাঙ্গা পৌরসভার আদর্শগ্রাম আনোয়ারা ইসলামীয়া দাখিল মাদরাসা মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান।

এ সময় মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরিফুর দৌলা জি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা ও সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলামসহ মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী পাহাড়ে নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে মন্তব্য করে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, সেনাবাহিনীর সবধরনের মানবিক সহায়তা প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি, পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠিকে শান্তিপুর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, কোন বিশেষ গোষ্ঠি বা মহলের প্ররোচনায় শান্তি ব্যহত করা যাবেনা।

Exit mobile version