parbattanews

মাটিরাঙ্গায় শেখ রাসেল স্কুল অব ফিউচারের শুভ উদ্বোধন

শেখ রা‌সেল ডি‌জিটাল ল‌্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় স্থা‌পিত, শেখ রা‌সে‌লের জন্মদিন উপল‌ক্ষে সারাদে‌শে ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ৩শ টি শেখ রাসেল স্কুল অব ফিউচারের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হা‌সিনা।

তারই অংশ হি‌সে‌বে মঙ্গলবার ( ১৮ অ‌ক্টোবর) সকা‌লে খাগড়াছ‌ড়ির মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম‌্যান (প্রতিম‌ন্ত্রী মর্যাদা) খাগড়াছড়ি আস‌নের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

জাতীয়ভাবে মিল রেখে উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত হ‌য়ে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শে‌ষে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শেখ রাসেল স্কুল অব ফিউচার শুভ উদ্বোধ‌নে অংশ গ্রহণ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এম‌পি ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার তৃলা দেব, থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মুহাম্মদ আলী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচা‌রি বৃন্দ।

প‌রে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

Exit mobile version