parbattanews

মাটিরাঙ্গায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব শুক্রবার

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার আলুটিলা সৎসঙ্গ উপসনা কেন্দ্রে নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) স্বারম্বরে উদযাপিত হবে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২তম শুভ আবির্ভাব মহোৎসব। স্থানীয় সাংবাদিকদের মহোৎসবের বিষয়টি নিশ্চিত করে উৎসব শান্তিপুর্নভাবে সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন মাটিরাঙ্গার আলুটিলা সৎসঙ্গ উপসনা কেন্দ্রের স. প্র. ঋত্বিক মনিন্দ্র কিশোর ত্রিপুরা।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জানিয়ে স. প্র. ঋত্বিক মনিন্দ্র কিশোর ত্রিপুরা সাংবাদিকদের বলেন, পরম পুজ্যপাদ শ্রীশ্রী দাদা‘র অমিয় আশির্বাদে সৎসঙ্গ বাংলাদেশের নির্দেশনায় যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২তম শুভ আবির্ভাব মহোৎসব মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসাড়ম্বরে উদযাপিত হবে।

এদিন শুক্রবার ভোরে উষাকীর্তন, প্রাত:কালীণ বিনতি ও শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমিয় প্রন্থাদি পাঠ এবং শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২তম শুভ আবির্ভাবের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মহোৎসবের শুরু হয়ে সান্ধ্যকালীন বিনতি ও মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের শেষ হবে।

এদিকে, মহোৎসবকে সামনে রেখে সবধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। উৎসব প্রাঙ্গণকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্যান্ডেল তৈরীসহ আশ্রমকে সাজিয়ে তুলতে কাজ করছেন শ্রমিকসহ ভক্তবৃন্দ। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কয়েক হাজার ভক্ত অংশ নেবেন বলে আশা করছেন আয়োজক কমিটি।

Exit mobile version