parbattanews

মাটিরাঙ্গায় শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর তিরোধান স্মরনোৎসব

matiranga

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রম্মচারীর ১২৭তম তিরোধান স্মরনোৎসব উদযাপন উপলক্ষ্যে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী গীতা পাঠ ও ধর্মীয় সঙ্গীত এর আয়োজন করা হয়। মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার সকালের দিকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা হয়। এরপর হাজারো লোকনাথ ভক্তের উপস্থিতিতে গীতা পাঠ ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী দিবসটি উপলক্ষ্যে আয়োজিত গীতা পাঠ ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা বাবুল বণিক স্বাগত বক্তব্য রাখেন।

এসময় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রম্মচারীর রাঙ্গা চরণে প্রণাম জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী দিবসের তাৎপর্য্য তুলে ধরে বলেন, ”এ দিনটি প্রতিদিন আসেনা”। তাই দিবসটির মর্মকথা হৃদয়ে ধারন করতে হবে। বাবা লোকনাথ ব্রম্মচারীকে জানতে হবে। তবেই জীবন সার্থক হবে।

মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল আইচ ও সাধারণ সম্পাদক স্বপন পাল ছাড়াও সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version