parbattanews

মাটিরাঙ্গায় সততা স্টোর উদ্বোধন ও পোশাক বিতরণ

“‌শিক্ষা নি‌য়ে গড়ব দেশ, শেখ হা‌সিনার বাংলা দেশ” স্লোগা‌নে নিজম্ব অর্থায়‌নে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ ও সততা স্টোর উদ্বোধন করে‌ছেন গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপু‌রের দিকে উপ‌জেলার গোম‌তি ইউ‌নিয়নের ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম উ‌দ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত থে‌কে সততা স্টোরের উদ্বোধনে ১২ জন দারিদ্র্য শিক্ষার্থীদের মাঝে পোশাক বিত‌ণ, গোমতী আইডিয়াল স্কুল এন্ড কলেজে ১৫ জোড়া টেবিল বিতরণ ও অত্র বিদ্যালয়ে প্রাথ‌মিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেন‌ তি‌নি।

কোমলম‌তি শিক্ষার্থীদের সততা বাস্তবায়নে এরকম উদ্যেগ গ্রহণ করা হ‌য়ে‌ছে মন্তব্য করে প্রধান অ‌তি‌থি গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান তফাজ্জল হোসেন বলেন, ভবিষ্যতে রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে টেকসই পড়াশুনা করতে হবে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষর্থীদের মন দিয়ে পড়াশুনা করার তাগিদ দেন তিনি।

এ সময়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আমিরুল হাসান, ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. এরশাদ আলী, গোমতীর মৌজার হেডম্যান রন‌জিত প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

মাটিরাঙ্গায় ব্যক্তি উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

Exit mobile version