parbattanews

মাটিরাঙ্গায় সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন: প্রাণের উৎসবে মিশেছিল মাটিরাঙ্গার বৈসাবী র‌্যালী

350

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা :

পাহাড়ে-পাহাড়ে চলছে বৈসাবী উৎসব। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা মিশেছিল প্রাণের উৎসবে। চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠির লোকেরা নিজেদের সব বিভেদ ভুলে মিলেছিল এক কাতারে। প্রাণের উৎসবে। বেলা যতো বাড়ছিল রঙ-বেরঙয়ের পোষাক পড়ে তরুন-তরুনী আর নানা বয়সী মানুষ জড়ো হচ্ছিল বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ ভবন মাঠে। প্রাণের উৎসবে অংশ নিতে আসা লোকদের কল-কাকলীতে যেন সত্যিকারের প্রাণের সঞ্চারণ হচ্ছিল উৎসবস্থলে।

সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি মাটিরাঙ্গা জোন অধিনায়ক  লে. কর্ণেল মোহাম্মদ ইয়াছির জাহান হোসেন বর্ণাঢ্য বৈসাবী র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিতে অংশ গ্রহণ করেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: তাজুল ইসলাম তাজু, ভাইস চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুভাষ চাকমা, মারমা সংসদের সভাপতি চাইলাপ্রু চৌধুরী, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন প্রমুখ।

পরে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ ভবন মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে বৈশাখী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বৈসাবী উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত বৈসাবী র‌্যালি পরিনত হয়েছিল মানুষের মিলনমেলায়। জনতার স্রোত গিয়ে মিশেছিল প্রাণের উৎসবে। এর পরপর মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় উপজাতীয়দের মনোরম গড়িয়া নৃত্যও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৈসাবী র‌্যালি শেষে সকাল সোয়া দশটার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ইয়াছির জাহান হোসেন ও তার সহধর্মিনী মিসেস ইয়াছির। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য মনিন্দ্র কিশোর ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ইয়াছির জাহান হোসেন বলেন, পুরনো বছরের সব গ্লানি মুছে শান্তি ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে তুলতে হবে। ঐক্যের বন্ধনে সকলে দেশের কাজে আত্বনিয়োগ করতে হবে।  পরে তিনি মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Exit mobile version