parbattanews

মাটিরাঙ্গায় সমঅধিকার আন্দোলনের সড়ক অবরোধ চলছে

unnamed (1) copy

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

পার্বত্য চট্টগ্রামে গুম, খুন, চাঁদাবাজি ও অপহরনের প্রতিবাদে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের একাংশের ডাকে মাটিরাঙ্গায় ঢিলেঢালা ভাবে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

অবরোধ চলাকালে খাগড়াছড়ি জেলা ও উপজেলা থেকে দুরপাল্লার কোন যানবাহন ছেড়ে না গেলেও আভ্যন্তরীন সড়কে ভাড়ায় চালিত মোটর সাইকেল চলতে দেখা গেছে।

অবরোধকে ঘিরে মাটিরাঙ্গায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কোন নেতাকর্মীকে মাঠে দেখা না গেলেও পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের নেতাকর্মীদের উপজেলার বিভিন্ন স্থানে পিকেটিংয়ের কথা নিশ্চিত করেছেন  পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন নেতা মো. বদিউল আলম।

অবরোধকে ঘিরে যেকোন ধরনের নাশকতা এড়াতে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। কোথাও কোন ধরনের নাশকতার ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাদাত হোসেন টিটো।

Exit mobile version