parbattanews

মাটিরাঙ্গায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রুরাল স্যোশাল সার্ভিসের আওতায় মটিরাঙ্গার প্রান্তিক জনগণের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা বিভাগ। আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে শান্তিপুর বাজার পাড়া প্রকল্পের অধীনে ৮জন সদস্যের মাঝে এ ঋণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ সুবিধাভোগীদের মাঝে এসব ঋণের চেক বিতরণ করেন। এসময় মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার উৎপল কান্তি দাশ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

গহিত ঋণ সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারলে সমাজের ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পাবে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, ঋণের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। তবেই ঋণের টাকা শোধ করা সহজ হবে। এজন্য ঋণ গ্রহিতাদের আন্তরিক হওয়ারও পরামর্শ দেন তিনি।

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রুরাল স্যোশাল সার্ভিসের আওতায় ঋণ গ্রহিতাদের ঋণ গ্রহণ পরবর্তী দুইমাস কোন ধরনের কিস্তি দিতে হবেনা। তবে তৃতীয় মাস থেকে পরবর্তী দশ মাসে সমান কিস্তিতে সুদমুক্ত এসব ঋণের অর্থ ফেরত দিতে হবে বলেও জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার উৎপল কান্তি দাশ।

Exit mobile version