parbattanews

মাটিরাঙ্গায় সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা

19.03.2017_Srezonshil Protijogita NEWS Pic (1)

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালের দিকে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাসিম বিল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ ও মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা। উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিন খোন্দকার, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্যাহ ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ প্রতিযোগিতা নিয়ামক হিসেবে কাজ করবে। শুধুমাত্র প্রতিযোগিতার সময় নয় সারাবছরই শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় পর্যায়ে এমন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। তবেই তাদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাগুলো জেগে উঠবে। বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরামর্শ দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।

ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার বাংলাদেশ স্টাডিজ বিষয়ে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় মাটিরাঙ্গার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Exit mobile version