parbattanews

মাটিরাঙ্গায় সেনাবাহিনী-বিজিবি’র সহায়তা সড়ক যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

মাটিরাঙ্গায় সেনাবাহিনী ও বিজিবি’র সহায়তা ভিন্ন দুটি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খাগড়াছড়ি সড়কে পাহাড় ধ্বসে একটি বড় আকারের গাছ ভেঙে পড়ে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামগামী যানবাহন আটকা পড়ে। অন্যদিকে একই সময়ে মাটিরাঙ্গা-তাইন্দং সড়কের করল্যাছড়িতে বালু বোঝাই একটি দ্রুতগামী ট্রাক খাদে পড়ে গেলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে দুটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে জনভোগান্তির সৃষ্টি হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি’র নির্দেশে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের সেনা জওয়ানরা স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গার ব্যাঙমারা এলাকায় পাহাড় ধ্বসে ভেঙে পড়া গাছটি সড়িয়ে ঢাকা-খাগড়াছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এসময় মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই সময়ে মাটিরাঙ্গা-তাইন্দং সড়কের করল্যাছড়িতে বালু বোঝাই একটি দ্রুতগামী ট্রাক খাদে পড়ে গেলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-পলাশপুর জোনের রাত্রিকালীন টহল গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি আটকা পড়ে। এসময় ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. খালিদ আহমেদ পিএসসি’র নেতৃত্বে বিজিবি জওয়ানরা খাদে পড়া বালু বোঝাই ট্রাকটি সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

এবিষয়ে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-পলাশপুর জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. খালিদ আহমেদ পিএসসি রাস্তায় নতুন লাগানো নিরাপত্তা পিলার আর নাইট সাইনপোস্ট গুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দ্রুতগতিতে ট্রাক চালানোকেই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন।

Exit mobile version