parbattanews

মাটিরাঙ্গায় স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে এইচডব্লিউএফ’র বিক্ষোভ

প্রেসবিজ্ঞপ্তি:

মাটিরাঙ্গায় সেটলার কর্তৃক এক পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে জখম করার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ) খাগড়াছড়ি জেলা শাখা।

সোমবার (২৬মার্চ) ৩টায় খাগড়াছড়ি জেলা সদর স্বনির্ভরের ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমার সভাপতিত্বে ও সদস্য এন্টি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) জেলা শাখার সভাপতি তপন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক জীবন চাকমা প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীরা কোথাও নিরাপদ নয়। গতকাল মাটিরাঙ্গার আমতলি ইউনিয়নে রনেশ কার্বারী পাড়া এলাকায় স্কুল থেকে ফেরার পথে ৮ম শ্রেণীর পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও কুপিয়ে জখম করা হয়েছে।

 

Exit mobile version