parbattanews

মাটিরাঙ্গায় স্কুল শিক্ষকসহ আরো তিন জনের করোনা পজেটিভ

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙায় এক স্কুল শিক্ষকসহ আরো তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে খাগড়াছড়ির করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ জনে। পাঁচ জনের করোনা শনাক্ত হওয়ার পর মাটিরাঙ্গাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

করোনা আক্রান্ত পাঁচ জনের প্রথম জন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত আর অপর চারজনই মাটিরাঙার বাবুপাড়ার বাসিন্দা।

সোমবার (১ জুন) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চট্টগ্রাম ফেরত স্বামীর করোনা শনাক্ত হওয়ার সপ্তাহ পার না হতেই স্কুল শিক্ষিকা স্ত্রীর শরীরেও করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

অন্যদিকে তাদের সংস্পর্শে এসে অপর দুইজন করোনায় আক্রান্ত হলো।

করোনা ভাইরাসে আক্রান্ত দম্পতিসহ চারজনই মাটিরাঙ্গার বাবুপাড়ার নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল আলম।

Exit mobile version