মাটিরাঙ্গায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য খাগড়াছড়ি সদর উপজেলার পর এবার জেলার মাটিরাঙ্গায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক‘র হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

মাটিরাঙ্গায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো: বশির আহাম্মদ ও মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার এস এম মহিউদ্দিন।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন