মাটিরাঙ্গায় ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

fec-image

নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মাটিরাঙ্গা সেনা জোনকে সাজানো হয় বর্ণিল সাজে।

রোববার বেলা ১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরের সুসজ্জিত প্যান্ডেলে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি তাঁর সহধর্মীনি এবং আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

দায়িত্ব গ্রহনের পর থেকেই সকলের সহযোগিতায় ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসীদের মুলোৎপাটনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে মন্তব্য করে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সৈনিকদের দেশপ্রেমে উজ্জীবীত হয়ে দেশের কল্যাণে কাজ করারও আহবান জানান।

এর আগে আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানস্থলে পৌঁছলে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি এবং জোনাল স্টাফ অফিসার মেজর আরেফিন মোহাম্মদ শাকিল তাদেরকেকে ফুল দিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার নওরোজ নিকোশিয়ার’র সহধর্মিনী ছাড়াও সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল রুবাইয়াত মাহমুদ হাসিব, পিএসসি-জি, মেজর আনিসুর রহমান পিএসসি, গুইমারা রিজিয়নের জিএসও-২ মেজর মোহাম্মদ পারভেজ, গুইমারা রিজিয়ন সদর দপ্তরের ডিএএএন্ডকিউএমজি মেজর রাকিবুল ইসলাম পিএসসি, ২২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক বিকাশ চন্দ্র দাশ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজরলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দিন ভুঁইয়া, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. সামছুল হক, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরাসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিকসহ ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সকল সৈনিকবৃন্দ অংশগ্রহণ করে।

এর আগে আমন্ত্রিত সামরিক-বেসামরিক অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লে. কর্ণেল নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি‘র হাতে ফুল ও উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন