parbattanews

মাটিরাঙ্গায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোদনী অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ্, একাডেমিক সুপারভাইসার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বকীয়তার মাধ্যমে নিজেদের উদ্বাবনী শক্তিকে কাজে লাগানোর কথা উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলারও পরামর্শ দেন তিনি।

মাধ্যমিক পর্যায়ে জলবিদ্যুতের সাহায্য বাল্ব জালানোর সহায়ক প্রযুক্তি প্রদর্শন করে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেন । প্রদর্শনীতে গোমতী বিকে উচ্চ বিদ্যালয় রোবট গোকার্ট প্রদর্শন করে দ্বিতীয় স্থান এবং মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় স্মার্ট সিটি সহায়ক প্রযুক্তি প্রদর্শন করে তৃতীয় স্থান অর্জন করার গৌরব অর্জন করেন। একই সাথে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ।

Exit mobile version