মাটিরাঙ্গায় ৫০ পরিবারকে ঈদ প্যাকেজ দিল যুব রেড ক্রিসেন্ট

fec-image

কোভিড ১৯ (করােনা ভাইরাসের) প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হত-দরিদ্র, প্রতিবন্ধি, এতিম, বিধবা ও অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট।

শনিবার (৮ মে) বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গার দুর্গম জনপদে কর্মহীন, হত-দরিদ্র, প্রতিবন্ধি, এতিম, বিধবা ও অসহায়দের ঘরে ঘরে ‘ঈদ প্যাকেজ’ পৌঁছে দেয় যুব রেড ক্রিসেন্টের যুব সদস্যরা।

মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটেরর যুব প্রধান কমল কৃষ্ণ দে জানায়, করোনা প্রাদুর্ভাবে চলমান লকডাউনে মাটিরাঙ্গার হত-দরিদ্র, প্রতিবন্ধি, এতিম, বিধবা ও অসহায় মানুষগুলো চরম দু:সময় পার করছে। এসব মানুষের চরম দু:সময়ে যুব রেডক্রিসেন্টের সদস্যরা নিজস্ব অর্থায়নে নির্বাচিত ৫০ পরিবারের মাঝে ঈদ প্যাকেজ হিসেবে চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, সেমাই, নুডুলস, দুধ ও সুজিসহ নিত্য প্রয়ােজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে। তিনি বলেন, মানবতার সেবার ব্রত নিয়ে আমার এ পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উপদেষ্টা জনাব মো. ফরিদ উদ্দিন জানায়, পবিত্র মাহে রমজান মাসে সিয়াম সাধনা শেষে ইদের প্রাক্কালে কর্মহীন হত-দরিদ্র, প্রতিবন্ধি, এতিম, বিধবা ও অসহায় মানুষের মাঝে সামান্য মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সেচ্ছাসেবী যুব সদস্যরা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

ঈদ প্যাকেজ পেয়ে হত-দরিদ্র দিলোয়ারা বেগম বলেন, ঈদে যখন সেমাই চিনি কেনার মতো সামর্থ্য নেই তখন যুব রেড ক্রিসেন্ট ঈদ করার জন্য উপহার হিসেবে সেমাই চিনিসহ খাদ্য সামগ্রী। এটা আমাদের মতো গরীবের জন্য অনেক বড় পাওয়া।

এদিকে একই দিন সকালের দিকে রেড ক্রিক্রেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট’র জন্মদিনে স্বাস্থ্য বিধি মেনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটি’র আজীবন সদস্য মো. শামসুল হক।

মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান কমল কৃষ্ণ দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. রাকিবুল হাসান, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য প্রশান্ত কুমার সাহা, আজীবন সদস্য মিলন কান্তি ত্রিপুরা ও মাটিরাঙ্গা যুব রেড ইউনিটের যুব উপদেষ্টা মো. ফরিদ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা, যুব রেড ক্রিসেন্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন