parbattanews

মাটিরাঙ্গায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

15.06.2016_Matiranga Swsida NEWS Pic (1)

সিনিয়র রিপোর্টার:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মায়ের উপর অভিমান করে সুরমা আকতার (১১) নামে এক স্কুল পড়ুয়া কিশোরী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার বেলা তিনটার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সুরমা আকতারকে তার মা বকাঝকা করেন। এক পর্যায়ে মা পাশের বাড়িতে গেলে বেলা তিনটার দিকে নিজের ঘরের আড়ার সাথে ওরনা পেছিয়ে ফাঁসি দিয়ে স্কুল ছাত্রী সুরমা আকতার আত্মহত্যা করে। তার মা ঘরে ফিরে এসে ঘরের আড়ার সাথে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়।

সুরমা আকতার মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং মোহাম্মদপুর গ্রামের ক্ষুদ্র ব্যাবসায়ী বজলু শিকারী‘র একমাত্র কণ্যা।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. সাহাদাত হেসেন টিটো বলেন, মায়ের উপর অভিমান করেই স্কুল ছাত্রী সুরমা আকতার আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version