parbattanews

মাটিরাঙ্গা ও গুইমারার পুজামন্ডপ পরিদর্শনে গুইমারা রিজিয়ন কমান্ডার

20161010_185619

নিজস্ব প্রতিবেদক :

শারদীয়া দুর্গোৎসবের মহানবমীতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগ্রে. জেনারেল মো. কামরুজ্জামান, এনডিসি, পিএসসি-জি।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মাটিরাঙ্গা কেন্দ্রীয় রক্ষাকালী মন্দির পুজা মন্ডপ মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি পূজামণ্ডপ পরিদর্শনে গেলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান পুজা উদযাপন কমিটির সভাপিত রাখাল চন্দ্র ঘরজা ও সাধার সম্পাদক সাগর চক্রবর্তী কমল।

এসময় তিনি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে রিজিয়নের পক্ষ থেকে মিষ্টিসহ উপহার তুলে দেন। এসময় তিনি উৎসব পালনে আর্থিক অনুদান প্রদান করেন।

দুর্গাৎসবকে সার্বজনীন উল্লেখ করে তিনি বলেন, দুর্গাপুজা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়েরই নয়, সকল সম্প্রদায়ের উৎসবে পরিনত হয়েছে। স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের মধ্য দিয়েই সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় তার সাথে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. জিল্লুর রহমান, পিএসসি-জি, গুইমারা রিজিয়নের বিএম মেজর সালাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রায়হানুল হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর তিনি গুইমারা উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।

Exit mobile version