parbattanews

মাটিরাঙ্গা ও গুইমারায় পাহাড়ী ছাত্র পরিষদের যৌথ কাউন্সিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি:

জাতীয় অস্তিত্ব রক্ষার আন্দোলনে ছাত্র সমাজকে সংগঠিত করুণ এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার মাটিরাঙ্গায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) মাটিরাঙ্গা ৮ম ও গুইমারা ৭ম উপজেলা শাখার যৌথ কাউন্সিল সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১০ টায় পিসিপি দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ও দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন হয়।

পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি ইউনিটের সংগঠক রিকো চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটি সদস্য তপন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ চাকমা, পিসিপি’র গুইমারা উপজেলা শাখার সভাপতি সমর জ্যোতি চাকমা প্রমূখ।

আলোচনা শেষে কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে গুইমারা উপজেলায় দীপংকর ত্রিপুরাকে সভাপতি, মানিক ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও রাজু চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ কার্যকারী সদস্য সহ-সাধারণ সদস্যসহ মোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলায় উষাঅং মারমাকে সভাপতি, সন্তোষ চাকমাকে সাধারণ সম্পাদক ও উক্রাচিং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ কার্যকারী সদস্য সহ সাধারণ সদস্যসহ মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে গুইমারা উপজেলা শাখা যৌথ কাউন্সিল গঠিত হয়।

Exit mobile version