parbattanews

মাটিরাঙ্গায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সম্পন্ন

Sishu Purosker NEWS

নিজস্ব প্রতিবেদক :

নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার সকালের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিশু পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি. এম মশিউর রহমান।

উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. আজগর হোসেন, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এরাশাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শিশু পুরস্কার প্রতিযোগিতা শিশুদের প্রতিভা বিকাশের বড় মাধ্যম উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি. এম মশিউর রহমান বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে এ প্রজন্ম ভবিষ্যত গড়ার সুযোগ পাবে। নতুন কিছু জানার আকাঙ্খা সৃষ্টি হবে। শিশুদের জানতে দিতে হবে এমন মন্তব্য করে তিনি বলেন, তাদের জানার জানাল খুলে দিতে হবে। তবেই তারা আগামীর বিশ্বকে জয় করতে পারবে।

এসময় মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী মো: আবুল কাশেম, মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক মো. আবদুল মুনাফসহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা, সাংস্কৃতিক এবং ক্রীড়া বিভাগে ৩২টি বিষয়ে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহণ করে।

পরে অন্যদের সাথে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি. এম মশিউর রহমান। এসময় তিনি শিশুদের প্রতিভার প্রশংসা করেন।

Exit mobile version