parbattanews

মাটিরাঙ্গা থানায় আনন্দ উদযাপন

ঐতিহাসিক ৭মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ‘আনন্দ উৎসব ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। একই সময়ে কেক কেটে আনন্দ উদযাপন করেন আমন্ত্রিত অতিথিরা।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে মাটিরাঙ্গা থানা পুলিশ এ আয়োজন করে। রোববার (৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা থানার হল রুমে আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. খোরশেদ আলম। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বর্নাঢ্য এ আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, খাগড়াছড়ি জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা ও ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মাটিরাঙ্গা শিল্পকলা একাডেমীর শিল্পী ও পুলিশ সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ।

বর্ণিল এ অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানা পুলিশের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version