parbattanews

মাটিরাঙ্গা ফাহিমা ইসলাম স্মৃতি পাঠাগার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাহিমা ইসলামের স্মরণে ‘ফাহিমা ইসলাম স্মৃতি পাঠাগার’ প্রতিষ্ঠা করেছেন তার স্বামী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফাহিমা ইসলাম স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।

এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, ‘ফাহিমা ইসলাম স্মৃতি পাঠাগার’ প্রতিষ্ঠাতা মো. রফিকুল ইসলাম ও অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.  প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রীর স্মরনে স্বামীল এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, এ পাঠাগার কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে তুলতে অগ্রনী ভুমিকা রাখবে। ফাহিমা ইসলামের পদচারনায় যে প্রতিষ্ঠানটি একসময় মুখরিত ছিল সেই প্রতিষ্ঠানে পাঠাগার স্থাপনের মাধ্যমে তার স্মৃতি স্থায়ী রূপ লাভ করবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১৯ নভেম্বর কর্মরত অবস্থায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাহিমা ইসলাম। স্ত্রীর স্মৃতিকে স্মরনীয় করে রাখতে স্বামী স্কুল শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রতিষ্ঠা করেন ‘ফাহিমা ইসলাম স্মৃতি ফাউন্ডেশন’। এ ফাউন্ডেশনের উদ্যোগে ‘পাঠাগার’ প্রতিষ্ঠা করা হয়েছে জানিয়ে মো. রফিকুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফাহিমা ইসলাম স্মৃতি পাঠাগার’ প্রতিষ্ঠা করা হবে।

Exit mobile version