parbattanews

মাটিরাঙ্গা ভাষা শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন

received_1914532318775672
নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :
শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের প্রথম প্রহরে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান।
সোমবার দিবাগত রাত ১২টা ১টি মিনিটে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মমো. মনছুর আলী ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটোসহ বিভাগীয় কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পন করেন।
এরপরপরই মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনছুর আলী, কাউন্সিলরদের সাথে নিয়ে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা থানার অন্যান্য অফিসারদের সাথে নিয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো শহীদ বেদিতে পুস্পার্ঘ্য অর্পন করেন।
মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের পরপরই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. শামছুল হক ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরপরই যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ পুস্পার্ঘ্য অর্পন করেন।
একুশের প্রথম প্রহরে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যার মিসেস কামরুন নাহার জাহাঙ্গীর।
এরপরপরই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
Exit mobile version