parbattanews

মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ৩২ অনুপ্রবেশকারীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত

Khagrachari Pic 04 (3) copy

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে ৩২ অনুপ্রবেশের অভিযোগে বিজিবির হাতে আটক ৩২ জনকে জেল হাজতে পাঠনো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, খাগড়াছড়ি কোর্ট ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো জানান, সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশের প্রবেশকালে বুধবার দুপুরে মাটিরাঙ্গার যামিনীপাড়ার জোনের আওতাধীন ২৩ বিজিবির দেওয়ানবাড়ী বিওপি’র বিজিবি সদস্যরা ৩২জনকে আটক করে রাতে মাটিরাঙা থানায় সোপর্দ করে। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশ আইনে মাটিরাঙা থানায় মামলা হয়েছে।

তবে খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্যা মারমা আটককৃতদের সকলেই খাগড়াছড়ির স্থায়ী বাসিন্দা দাবি করে বলেন, তারা সকলেই স্থানীয় সুইং নৃত্য দলের কর্মী। ভারতের এ্যালমারা এলাকায় ভৌদ্ধভিক্ষুর দাহক্রীয়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশন শেষে দেশে ফেরার পথে বিজিবি তাদের আটক করে।

Exit mobile version