parbattanews

মাটিরাঙ্গা হাসপাতালের ময়লার ঝুঁড়িতে নবজাতকের লাশ

FB_IMG_1490806338685

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরী বিভাগের ময়লার ঝুঁড়িতে এক নবজাতকের লাশ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, বুধবার  বেলা পৌন ১২টার দিকে হাজেরা খাতুন (২২) নামে বোরকাপরা এক তরুণী তার বাবা মো. আবুল কাশেমকে সাথে নিয়ে তল পেটে ব্যথা ও রক্ত ক্ষরণের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে  আসেন। কর্তব্যরত  চিকিৎসক  তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পিতাসহ বোরখাপড়া তরুণীটি চলে যাওয়ার পর হাসপাতালের জরুরি বিভাগের ময়লার ঝুঁড়িতে নবজাতকের লাশ দেখতে পেয়ে এক কর্মচারী তা কর্তব্যরত চিকিৎসককে জানান।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী নাথ  রুবেল জানান, নবজাতকটি ৬-৭ মাসের অপরিপক্ব  ছিল। একজন তরুণী তার কাছে তল পেটে ব্যথা ও রক্তক্ষরণের চিকিৎসার জন্য এসেছিল। রোগের কথা শুনে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে গাইনী বিভাগে রেফার করার পর তিনি চলে যান।

এদিকে বোরকাপরা তরুণী চলে যাওয়ার পরপরই জরুরী বিভাগের ময়লার ঝুঁড়িতে পাওয়া যাওয়ায় নবজাতকেরর লাশ ওই তরুণীর বলে ধারণা করা হচ্ছে। ময়লার ঝুঁড়িতে মৃতদেহটি পাওয়ার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পুতে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে হাসপাতালের ময়লার ঝুঁড়িতে নবজাতকের লাশ পাওয়ার ঘটনায় মাটিরাঙ্গা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Exit mobile version