৩ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ২ শ্রমিকের

fec-image

মহেশখালীর ধলঘাটা এলাকায় ড্রেজার ডুবে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। ৩ দিনেও সন্ধান মেলেনি তাদের।

তারা হলেন, মাতারবাড়ীর রাজঘাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৩) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হারেশা এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মো. রমজান আলী (৫৩)।

বুধবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে বঙ্গোপসাগরের ধলঘাটা পয়েন্টের দক্ষিণে হাঁসের চর এলাকায় দুইটি ড্রেজার ডুবে যায়। সেখানে থাকা পাঁচ শ্রমিকের মধ্যে তিনজন সাঁতরে কূলে উঠলেও নিখোঁজ রয়ে যায় সাজ্জাদ ও রমজান।

তারা বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানিতে কর্মরত ছিলেন। তবে ঘটনাটি জানাজানি হয় শুক্রবার।

ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতমো কর্পোরেশনের নিরাপত্তার দায়িত্ব থাকা হাডসনের ব্যবস্থাপক মোহাম্মদ হামিদুর রহমান জানান, তাপবিদ্যুতের কাজে নিয়োজিত দ্যা বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানি বালু ভরাটের কাজ করছিল। বালু আনলোডিংয়ের কাজ শেষে পাঁচজন শ্রমিক নিয়ে দুইটি ড্রেজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের পশ্চিম পাশের চ্যানেল হয়ে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে কুহেলীয়া নদীতে যাচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ড্রেজার দুইটি ডুবে যায়।

শ্রমিক সাখাওয়াত হোসেন, মিজান ও সেফায়েত উল্লাহ সাঁতার কেটে কূলে ফিরেন। নিখোঁজ হন সাজ্জাদ হোসেন ও রমজান আলী।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হাই জানান, নিখোঁজ দুই শ্রমিক উদ্ধারে বৃহস্পতিবার সকাল থেকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে তৎপরতা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাতারবাড়ী, শ্রমিক নিখোঁজ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন