parbattanews

মাতারবাড়ির খোলা বেড়িবাধ পরির্দশনে পানি উন্নয়ন বোর্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাগর তীরবর্তী সাইরারডেইল জেলে পাড়া অরক্ষিত বেড়িবাধ পরির্দশন করেছেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) নিবার্হী প্রকৌশলী প্রবীন কুমার।

শনিবার (১৮ জুলাই)দুপুর ২ টার সময় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল জেলে পাড়া উক্ত অরক্ষিত এলাকা পরির্দশন করেন তিনি।

পাউবো কর্মকর্তা অরক্ষিত এলাকা পরিদর্শন করে আপাতত পানির তোড় ঠেকাতে জিইও ব্যাগ দিয়ে বেড়িবাধ নির্মাণের আশ্বাস দিয়েছেন।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা প্রমূখ।

উল্লেখ্য,মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল জালিয়া পাড়া এলাকায় অরক্ষিত বেড়িবাধ দিয়ে বঙ্গোপসাগরের জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ভেঙে যায় ঘর-বাড়ি রাস্তা-ঘাট।

স্থানীয় চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ সংশ্লিষ্ট দপ্তরে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ বন্ধ করতে আকুল আবেদন করার পর ইউনিয়নের উত্তর সাইরার ডেইল জিও ব্যাগ দিয়ে হলে বিধ্বস্ত বেড়িঁবাধ সংস্কার করা হয়েছে।

তবে সাইরার ডেইলের জেলে পাড়া অরক্ষিত এলাকায় দিয়ে জোয়ারের পানিতে ঘর-বাড়ি ডুবে যাওয়ায় উপরি মহলে জানানোর পর পানি উন্নয়নে বোর্ডের উক্ত কর্মকর্তা পরির্দশনে এসে খোঁজ খবর নেন। টেকসই বেড়িবাধ নিমার্ণের দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছেন। যা গনমাধ্যমসহ সোস্যল মিড়িয়ায় ভাইরাল হয়।

সম্প্রতি সময়ে ওই আধাকিলোমিটার ভাঙ্গা বেড়িবাধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়ে অসংখ্য মানুষ চরম দূর্ভোগে দিনযাপন করে যাচ্ছে।

Exit mobile version