parbattanews

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে মানিকছড়ি ও লক্ষ্মীছড়িতে পিসিপি’র বিক্ষোভ

মানিকছড়ি

প্রেস বিজ্ঞপ্তি:

সকল জাতিসত্তার নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবিতে সোমবার সকালে মানিকছড়ি ও লক্ষ্মীছড়িতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি থানা ও মানিকছড়ি গিরী মৈত্রী কলেজ শাখা এবং লক্ষ্মীছড়ি উপজেলা শাখা।

সোমবার সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পিসিপি মানিকছড়ি থানা শাখা ও মানিকছড়ি গিরি মৈত্রী কলেজ শাখার যৌথ উদ্যোগে সকাল ১০ টায় মানিকছড়ি কলেজিয়েট স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মানিকছড়ি কলেজ গেট ঘুরে আবার সেখানে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপি’র মানিকছড়ি গিরী মৈত্রী কলেজ শাখার সভাপতি শান্ত মারমা ও সহ-সভাপতি রেশমি মারমা প্রমূখ।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বাংলাদেশ এক জাতি এক ভাষার দেশ নয়, এদেশে বহু জাতি বসবাস করে আসছে। কিন্তু সরকার পার্বত্য চট্টগ্রামে ১০ ভাষা-ভাষী ১৫টি জাতিসত্তাসহ সারা দেশে ৪৫ টির অধিক জাতিসমূহকে তাদের নিজস্ব মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভের অধিকারের স্বীকৃতি দিচ্ছে না। যা খুবই দুঃখজনক ও নিন্দনীয়।

বক্তারা, অবিলম্বে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবিনামা বাস্তবায়ন করতে সরকারে প্রতি জোর দাবি জানান।

অন্যদিকে, একই দাবিতে সোমবার সকাল ১০টায় লক্ষীছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি ) লক্ষীছড়ি উপজেলা শাখা। মিছিলটি মাস্টার পাড়া থেকে বের হয়ে লক্ষীছড়ি উপজেলা সদর হাসপাতাল গেটে সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পিসিপি’র লক্ষীছড়ি উপজেলা শাখার সভাপতি মংশেনু মারমা, সাংগঠনিক সম্পাদক মংসাচিং মারমা ও গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা কমিটি’র সদস্য উষাঅং মারমা প্রমূখ।

বক্তারা বলেন, ১৯৫২ সালে এ দেশের ছাত্র সমাজ তাদের নিজস্ব মাতৃভাষার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করার বিনিময়ে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু যে দেশের ছাত্র সমাজকে নিজেদের মাতৃভাষার জন্য জীবন দিতে হয়েছে সে দেশের একটি অংশ পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী ছাত্র সমাজ ২০০০ সাল থেকে নিজস্ব মাতৃভাষাসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি জানিয়ে আসলেও সরকার এখনো দাবি বাস্তবায়ন করেনি।

সমাবেশ থেকে বক্তারা, অবিলম্বে সকল জাতিসত্তা নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিতসহ পিসিপি’র শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে সরকারে প্রতি আহব্বান জানান।

Exit mobile version