parbattanews

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে কাউখালীতে পিসিপির বিক্ষোভ

কাউখালী প্রতিনিধি:

শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন, সংখ্যালঘু জাতিসমূহের স্ব-স্ব ভাষায় প্রাথমিক শিক্ষা চালু ও সকল শিক্ষা স্তরে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সুনিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপির) কাউখালী শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারকে অবিলম্বে পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত জাতি সত্ত্বাদের মাতৃভাষার স্বীকৃতি নিশ্চিত করতে হবে। মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষাসহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিসহ পাহাড়ি ছাত্র পরিষদ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

সভায় বক্তারা, শান্তিচুক্তির দ্রুত বাস্তবায়ন, স্ব-স্ব মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে পাহাড়ি বাঙালীর সহঅবস্থান নিশ্চিত করার আহ্বান জানান। সভার শুরুতে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পাহাড়ি ছাত্র পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি কাজল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল ও সমাবেমেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সুরেশ চাকমা, জনসংহতি সমিতি উপজেলার শাখার সাধারণ সম্পাদক অনীক চাকমা, ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুবুর্শে চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধু ভূষণ চাকমা, পিসিপি উপজেলা শাখার সাধারণ সম্পাদক চাইহলাপ্রু মারমা। এতে স্বাগত বক্তব্য রাখেন, পিসিপি উপজেলা শাখার সহ-সভাপতি অসীম চাকমা।

Exit mobile version