parbattanews

মাত্র ১০০ ডলারে কম্পিউটার!

asus-chromebit2
তথ্য প্রযুক্তি ডেস্ক:

তাইওয়ানের সংস্থা Asus ও Google-এর যৌথ উদ্যোগে যে কোনও HDMI display কে কম্পিউটার বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য খরচ করতে হবে মাত্র ১০০ ডলার। কারণ বাজারে আসতে চলেছে computer-on-a-stick। যার পোশাকি নাম Chromebit গুগলের এক ব্লগে বুধবার জানানো হয়েছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে কম দামে এই স্টিক বাজারে আনা হবে।

এই স্টিকটি দেখতে অনেকটা লজেন্সের মতো। যে কোনও HDMI display-তে এই স্টিকটি অ্যাটাচ করে দিলেই সেটি কম্পিউটারের মতো কাজ করবে। ধরা যাক আপনার কাছে একটি পুরনো ভার্সনের ডেস্কটপ বা ট্যাব রয়েছে, তার সঙ্গে এই স্টিকটি অ্যাটাচ করে দিলেই আপগ্রেডেড কম্পিউটারের মতো কাজ করবে আপনার পিসি। Chromebit নিয়ে এর থেকে বেশি তথ্য এখনও দেওয়া হয়নি গুগল বা আসুসের তরফে। তবে সস্তায় মধ্যবিত্তদের জন্য ল্যাপটপ আনার কথা জানিয়েছে আসুস।

Exit mobile version