parbattanews

মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পাহাড়কে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে  বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবল টুর্নামেন্ট।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

এসময় উপুস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, খাগড়াছড়ি পৌর মেয়র মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা ও পার্থ ত্রিপুরা জুয়েলসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

উদ্বোধনী খেলায় মারমা উন্নয়ন সংসদ ২-০ গোলে মহালছড়ি উপজেলা একাদশকে পরাজিত করে। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে   জেলার ১৪টি দল অংশগ্রহণ করছে।

Exit mobile version