মাদকের দুর্নাম ঘোচাতে একযোগে কাজ করুন: আবদুর রহমান বদি

fec-image

মাদকের দুর্নাম ঘোচাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। সব প্রশাসন কাজ করছে। মাদক কারবারীরা ধরা পড়ছে প্রতিনিয়ত। তবু নিয়ন্ত্রণ হচ্ছে না।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে টেকনাফ প্রেসক্লাবের নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে আব্দুর রহমান বদি এসব কথা বলেন।

আবদুর রহমান বদি বলেন, শিক্ষা ও স্বাংস্কৃতি বিকাশে সাংবাদিকদের লেখনীয় বিকল্প নেই। রাষ্ট্রের চারটি খুঁটির মধ্যে একটি হচ্ছে সাংবাদিকতা। সংবাপত্র একটি আয়না। সাংবাদিকতা একটি মহৎ পেশা। যারা পেশাদারিত্ব ও জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে তারাই সত্যিকারের সাংবাদিক। সাংবাদিকেরা আমার প্রাণের সমতুল্য। তাদের ক্ষুরধার লেখলীয় মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা পালন করতে পারে।

টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ছৈয়দ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, ইউএনএইচসিআর লাইভলিহুড কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী।

প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় শুরুতে অর্থসহ কোরআন তেলাওয়াতে করেন সাবেক সহ-সভাপতি মো. আশেক উল্লাহ ফারুকী।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন- যমুনা টিভির কক্সবাজার প্রতিনিধি নুরুল করিম রাসেল।

সভা শেষে ফলক উম্মোচন ও ফিতা কেটে প্রেসক্লাবের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়।

এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, কাউন্সিলার মাওলানা মুজিবুর রহমান, টেকনাফ স্থল বন্দরের সিএন্ডএফ সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্রশীল, কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক মো. জাহাঙ্গীর আলম, এনজিও ফোরাম প্রতিনিধিসহ কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টেকনাফ প্রেসক্লাব নির্মাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ে আর্থিক সহায়তা দেন দাতা সংস্থা ইউএনএইচসিআর।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন