parbattanews

মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স অব্যাহত রয়েছে

বিরোধী সভায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম

“মাদককে না বলুন” এই মূলমন্ত্রকে ধারন করে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সভা।

৫ জুলাই (শুক্রবার) হিলটপ সার্কিট হাউসে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান এর উপস্থিতিতে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের বিষয়টি নিয়ে আলোচনা হয়। কক্সবাজার জেলায় মাদকের ব্যবহার ও সহজলভ্যতা রোধে এসময় বিস্তারিত আলোচনা হয়।

প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মাদকের ব্যবহার কমে এসেছে ও মাদক কারবারিরা আত্মসমর্পণ করছে। উপস্থিত সকলে মাদক সেবন, ব্যবসা ও সরবরাহ বন্ধে সামাজিক ঐক্যমত গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

Exit mobile version