মাদকের মামলায় কক্সবাজার আদালতে রোহিঙ্গার ৭ বছর কারাদণ্ড

fec-image

মাদকের মামলায় মো. হাসান (১৯) নামের রোহিঙ্গার ৭ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে কক্সবাজারের আদালত। অনাদায়ে তাকে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।

রবিবার (২২ আগস্ট) যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় প্রদান করেন। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন আসামি মো. হাসান।

দন্ডপ্রাপ্ত আসামি টেকনাফের হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরের (এমআরসি নং-১৮৪২৮, শেড নং-১১১২, ব্লক-বি, রুম নং-৫/৬) নাসির আহম্মদের ছেলে। রায়ের পরে আসামিকে পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নুরুচ্ছবিহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আবদুর রউফ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ মে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মো. হাসানকে আটক করে পুলিশ। এ সময় একটি ম্যাজিক গাড়িও জব্দ করা হয়েছিল।

এ ঘটনায় থানায় মামলা হয়। যার মামলা নং-২৮/১৭৯। তৎকালীন ওসি মো. আবুল খায়ের মামলাটি রেকর্ড করেছিলেন। তদন্ত শেষে ইয়াবার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় রোহিঙ্গা মো. হাসানকে সাজা প্রদান করা হয়েছে।

আদালতের রায়ে সন্তুষ প্রকাশ করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আবদুর রউফ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন