parbattanews

মাদক ও সন্ত্রাস  দমনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

বান্দরবানে থানচিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) বলিপাড়া সদর দপ্তর’র প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

ইফতার  মাহফিলের পাহাড়ে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাহফিলের প্রধান অতিথি কক্সবাজার বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম- উস- সাকিব (এএফডব্লিউসি পিএসসি) বলেন, বর্তমান সরকারের দেশের অবকাঠামোগত বিভিন্ন  কর্মকাণ্ড ও উন্নয়নের আমাদের মাতৃভূমি এগিয়ে যাচ্ছে। এ সময় এক শ্রেণির মাদক পাচারকারী ও সন্ত্রাসীগোষ্ঠীদের চাঁদাবাজ করে চলছে । এতে করে দেশের ভাবমূর্তি  নষ্ট হচ্ছে। তাই মাদক ও সন্ত্রাসবাদ দমনের সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বশেষে জনপ্রতিনিধিসহ এক যোগে হাতে হাত রেখে কাজ করতে হবে।  আইন  শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দসহ সবমিলিয়ে সম্মিলিতভাবে  কাজ করার আহ্বানও জানান তিনি। অবশ্যই আমরা থানচির মত উপজেলাকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার সম্ভব হবে। অসম্প্রদায়িক চেতনা সম্প্রীতি বান্দরবান গড়তে স্বক্ষম হবে।

মাহফিলের বিজিবি বান্দরবানে সেক্টর কমান্ডার কর্নেল আবুল হাসনাত মো. শাহরিয়ার ইকবাল,  বিজিবি ৩৮ ব্যাটালিযানের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ- উল- আলম, পিএসসি, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায়,প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা, অংপ্রু ম্রো, জিয়াঅং মারমা, ভাগ্য চন্দ্র ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ- উল- আলম, পিএসসি, সংবর্ধিত উপস্থিত জনপ্রতিনিধিদের ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

Exit mobile version