parbattanews

মাদক কারবারীদের বাসা-বাড়িতে বিশেষ অভিযান অব্যাহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে মরণনেশা মাদকদ্রব্য ঠেকাতে মাঠে নেমেছে প্রশাসন। গত ১০ অক্টোবর থেকে টাস্কফোর্সের অভিযান শুরু হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার দুইদিনে কক্সবাজার শহর ও উখিয়ার বিভিন্ন মাদকের স্পট ও মাদক কারবারীদের বাসাবাড়িতে অভিযান চালানো হয়েছে। এ সময় ৩৮ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়। মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) কক্সবাজার শহরের সাহিত্যিকাপল্লী এলাকায় অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স।

এ সময় ইয়াবাসহ আটক তানিমুল হক সামি (১৯) নামের একজনকে মোবাইলকোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম। সাজাপ্রাপ্ত যুবক ওই এলাকার মাহমুদুল হকের ছেলে।

একই দিন অভিযান চালানো হয় শহরের দক্ষিণ বাহারছড়া, টেকপাড়া চৌমুহনী, মাদক ব্যবসায়ী বাপ্পী, শাহনাজ পারভীন ও রোকেয়া বেগমের বাসায়। পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে পারেনি অভিযানকারীরা।

Exit mobile version