মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসেত হবে : মেজর জেনারেল আজিজ

Teknaf 014

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ :

বর্ডার গার্ড বাংলদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, মাদক দ্রব্য পাচারকারী দেশ ও সমাজের শত্রু। তাদের নির্মূলে সকলকে এগিয়ে আসেত হবে। তিনি মাদক পাচার রোধে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি মিডিয়াকর্মীদের সহযোগীতা কামনা করেন। মঙ্গলবার সকাল ১০ টায়  বিজিবি সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান পূর্বে তিনি এসব কথা বলেন।

পরে গত ১ জানুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী পর্যন্ত সময়ে মালিক বিহীন অবস্থায় বিজিবির আটককৃত ইয়াবা, বিদেশী মদ, বিয়ার, গাঁজাসহ ৪ কোটি টাকার মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহম্মেদ আলী, কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল খোন্দকার ফরিদ হাসান, ৪২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল-জাহিদ, স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ গণমান্য ব্যক্তিবর্গ।
ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৮৬ হাজার ৪২ পিস ইয়াবা, আন্দামান গোল্ড বিয়ার, ৭ হাজার ৮শ’৮১ ক্যান, ৯শ’৮৫ বোতল ম্যান্ডেলা রাম, ৩শ’৮৭ বোতল কান্ট্রি ড্রাইজিন, ৫শ’৩৯ বোতল গোল্ডেন কান্ট্রি ড্রাজিন, ২শ’২৩ বোতল ড্রাগন রাম মদ, ১ হাজার বোতল মিয়ানমার মদ, ৩শ’৩০ বোতল মিয়ানমার বিয়ার মদ, ৮শ’৪০ বোতল ন্যান্ডো মদ, ৪শ’৮০ বোতল হাই ক্লাস হুইষ্কি, ৩ হাজার ৫শ’২৮ ক্যান ডায়াব্লো বিয়ার, ক্যাপ্টেন রাম মদ, মায়ানমার লেয়ার মদ, মেরিন রাম মদ, জনস মদ, মিয়ানমার ডবল ইস্টান মদ, গোল্ড বিয়ার, ম্যান্ডেলা বিয়ার, গোল্ড রয়েল, স্কুল সুপার মদ, রের্ড হর্স, অরেঞ্জ জুস মদ, গ্রান্ড রয়েল হুইস্কি, রয়েল ক্লাব, ড্রাগন বিয়ার, রয়েল কান্ট্রি, গ্রান্ড মাস্টার মদ, ড্রাগন এক্ট্রা মদ, মারডেলী রাম, বাংলা মদ, গ্লান মাষ্টার হুইষ্কি, ফেন্সিডিল, চেইঞ্জ মদ, হাই কমিশনার মদ, হানকিবানিষ্টারসহ নানান জাতের মদ। যার মুল্য ৩ কোটি ৮৬ লক্ষ ৭৭ হাজার ৮শ’ টাকা।

এছাড়াও ৮ লক্ষা ৬৫ হাজার মূল্যের পানি জাতীয় বিদেশী মদ ও বিয়ার বাংলাদেশ পর্যটন করপোরেশনের কাছে হস্তান্তরের জন্য মজুদ রাখা হয়েছে। এগুলো হচ্ছে হানকি বানিস্টার মদ, হাই কমিশনার মদ, ১০০% পিপার্স মদ, লেভেল-৫ মদ, হেইন কিন বিয়ার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন