parbattanews

মাদক ব্যবসায়ীর হামলায় বিজিবির গোয়েন্দা কর্মকর্তা আহত

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ের পার্শ্ববর্তী ভু্জপুরের হেয়াকোঁতে  মাদক ব্যবসায়ীর  ছুরিকাঘাতে সোহেল রানা(৩৮) নামে বিজিবি’র এক গোয়েন্দা কর্মকর্তা আহত হয়েছেন।

রবিবার(২১ অক্টোবর) রাতে রামগড়স্থ বিজিবির ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন  হেয়াকোঁ এলাকায় এ ঘটনা ঘটে। আহত  গোয়েন্দা কর্মকর্তা বর্তমানে গুইমারা বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানাযায়, বিজিবি’র হেয়াকোঁ বিওপিতে কর্মরত আরআইবি’র(রিজিওনাল ইন্টিলিজেন্স ব্যুরো) হাবিলদার সোহেল রানা রবিবার রাতে বিওপির অদূরে উলিরপুর রাস্তার মাথা এলাকায়  সন্দেহভাজন  দুই যুবককে  জিজ্ঞাসাবাদ করতেই এদের একজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে।এতে তিনি মারাত্মকভাবে আহত হন। এ সময় তাঁর আর্তচিৎকারে পথচারীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা  পালিয়ে যায়। পরে আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে হেয়াকোঁ বিওপিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে   গুইমারা বিজিবি হাসপাতালে প্রেরণ করা হয়। বিজিবি ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করে।

খবরটি নিশ্চিত করে হেয়াকোঁ বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাসেম বলেন, রবিবার রাত ৯টার দিকে দুই যুবক ইয়াবা নিয়ে অবস্থান করছে এমন খবর পেয়ে সোহেল রানা সেখানে গেলে সুমন(৩০) নামের একজন তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সুমন একই এলাকার সিকদারখীলের আব্বাস উদ্দিনের ছেলে। পেশায় সে একজন মাদক ব্যবসায়ী বলে তিনি জানান। এ ঘটনার পর বিজিবি পুলিশ দুর্বৃত্ত্যদের  ধরতে বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান  চালাচ্ছে।

Exit mobile version