parbattanews

মাদার তেরেসাঁ পদক পেলেন খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র এটিএম রাশেদ

mother teresha prise atm rashed pic

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি ॥

জনপ্রতিনিধি ও সমাজ সেবক হিসেবে বিশেষ অবদানের জন্যে মাদার তেরেসাঁ পদক পেলেন খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র এটিএম রাশেদ উদ্দিন। বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ কর্তৃক তাকে পদক দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়নায়তনে, জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদের সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্তে অনুষ্ঠিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে সারাদেশের খ্যাতিমান ১৫জনকে মাদার তেরেসাঁ পদক দেয়া হয়েছে।

সাবেক বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সন্মাননা পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যুগ্ন-সচিব মোঃ মোশাররফ হোসেন, জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদের প্রধান সন্বয়কারী এমজেএইচ জনি। এছাড়াও আইনজীবী, সমাজসেবক, মানবাধিকার কর্মী, নাট্যকর্মী ও সমাজের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এরপূর্বেও এটিএম রাশেদ উদ্দিন খাগড়াছড়ি জনগনের নানা উন্নয়ন কর্মকান্ডের জন্যে সফল জনপ্রতিনিধি হিসেবে মানবাধিকার সোসাইটি, সার্ক কালচারাল সোসাইটি, প্রিয়াঙ্গন বাংলাদেশ কর্তৃক বিভিন্ন সন্মাননা পদক পেয়েছেন। এছাড়াও রবিবার স্বাধীনতা সংসদ কর্তৃক ড.মুহাম্মদ শহীদুল্লাহ স্বর্ণ পদক পেতে বিশেষ ব্যক্তিত্ব হিসেবে মনোনিত হয়েছেন।

Exit mobile version