parbattanews

মাধ্যমিক গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি :

মাধ্যমিক গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাভীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে স্বারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
আজ বৃহষ্পতিবার সকালে ‘খাগড়াছড়ি শিশু কিশোর মেলা’র উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে পৌর শাপলা চত্বরে সমবেত হয়ে  মানববন্ধন করে। সেখানে বক্তব্য রাখেন মাটিরাঙা পাইলট উচ্চ বিদ্যালয়ে খায়রূল ইসলাম, কলেজিয়েট হাইস্কুলে সমর বিকাশ চাকমা, খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে শ্রাবন, বিনয় চাকমা, হিরো চাকমা, মাটিরাংগা বালিকা উচ্চ বিদ্যালয়ের সুমাইয়া আক্তার, শিশু কিশোর মেলা সংগঠক নাজির আহমেদ, রিটেন চাকমা প্রমূখ ।

এ সময় মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

Exit mobile version