parbattanews

মানবতাবিরোধী মামলায় কক্সবাজারে ২ শীর্ষ যুদ্ধাপরাধী গ্রেফতার

salস্টাফ রিপোর্টার:

মানবতাবিরোধী মামলায় কক্সবাজারের শীর্ষ যুদ্ধাপরাধীদের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুপুরে কক্সবাজার সদর থানার পুলিশের একটি দল শহরের বাসভবন থেকে সালামত উল্লাহ খানকে গ্রেফতার করে। একই সময় মহেশখালী থানার পুলিশ অপর রাজাকার মো. রশিদকে গ্রেফতার করে।

কক্সবাজার সদর থানার ওসি মতিউর রহমান ও মহেশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন জানিয়েছেন, মানবতাবিরোধী ট্রাইব্যুনাল আদালতে দায়ের হওয়ার মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় এ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মানবতাবিরোধী আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

জানা যায়, কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মহেশখালীতে মানবতাবিরোধী অপরাধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে চকরিয়ার মামলার ১৯ জন, পেকুয়া উপজেলার মামলায় দুই জন ও মহেশখালী উপজেলার ৪ জন আসামী রয়েছে। গ্রেফতার হওয়া ২ জন মহেশখালী উপজেলার মামলার আসামী।

Exit mobile version